ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১০৭৯ কোটি ডলারের বেশি

দেশে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন ভাবে উৎসাহ দেয় বাংলাদেশ ব্যাংক। এতে দেশে রেমিট্যান্স আসা বেড়েছে। সদ্য সমাপ্ত বছরের (২০২৩ সাল) শেষ ছয় মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার আগের বছরের (২০২২ সাল) শেষ ছয় মাসের চেয়ে ৩০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সমাপ্ত বছরের (২০২৩ সাল) শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এক হাজার ৭৯ কোটি ৮২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের (২০২২ সাল) শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এক হাজার ৪৯ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

সমাপ্ত বছরের ডিসেম্বরে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৬২ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

অন্যান্য সময়ের মতো এবারে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ডিসেম্বরে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। এরপরেই রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ৯ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া এনসিসি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে আট কোটি ৪৫ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের বছরের (২০২২ সাল) ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার।

গত বছরের (২০২৩ সাল) নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার। এর আগে অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগের বছরের (২০২২ সাল) নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার। এর আগে অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ডলার এবং জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

detail lower 300x250

Posted by Newsi24

প্রবাস এর সর্বশেষ খবর



রে