ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

সৌদিতে ১৭ হাজার অভিবাসী আটক : নিরাপদে প্রবাসী বাংলাদেশিরা

আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রায় ১৭ হাজার অভিবাসীকে আটক করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিবাসীদের আটকের এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ১৬ হাজার ৮৯৯ জন অভিবাসীকে আটক করা হয়।


বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৪৯৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও দুই হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে।

এ তালিকায় প্রবাসী বাংলাদেশি তেমন না থাকায় বলা যায়, প্রবাসী বাংলাদেশিরা অনেকটা নিরাপদে আছেন।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের চেষ্টাকারী আরও ৭৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় আরও ৮০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

detail lower 300x250

Posted by Newsi24

প্রবাস এর সর্বশেষ খবর



রে