ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১

আলোচিত ভিডিও

detail top 728

হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী

চলতি পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তবে অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে।বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি মেট্রোরেলের চলাচল।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ‘ওসিএস স্ট্রিট’ করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে আধা ঘণ্টা সময় লাগবে।

detail lower 300x250

Posted by Newsi24

দেশ এর সর্বশেষ খবর



রে